অয়ন বাাংলা ,নিউজ ডেস্ক:- মোদি-শাহ পশ্চিমবঙ্গে NRC চালু করতে বদ্ধপরিকর। আসামে যে পরিমাণ মানুষ বাদ পড়েছেন, ভেবে আতঙ্ক হয় । তাই আমাদের এখন থেকেই প্রয়োজনীয় কাগজ জোগাড করা ভালো। আর একটা কথা। যদি আধিকারিকরা(officer) প্রতিহিংসাপরাযন হয়ে কাজ করেন তবে খুত বার করবেন কাগজের, যেমন এক এক কাগজে নামের এক এক বানান ইত্যাদি । তাই সব কাগজেই যেন একই বানান থাকে। আসামে যে যে কাগজ লেগেছে (এগুলোর যেকোনো একটা হলেই হবে, তবে একাধিক কাগজ রেডি রাখবেন)…….
1951 NRC
· Electoral Roll(s) up to 24 March (midnight), 1971
· Land & Tenancy Records
· Citizenship Certificate
· Permanent Residential Certificate
· Refugee Registration Certificate
· Passport
· LIC
· Any Govt. issued License/Certificate
· Govt. Service/ Employment Certificate
· Bank/Post Office Accounts
· Birth Certificate
· Board/University Educational Certificate
· Court Records/Processes
আপনাকে যেটা করতে হবে তা হল 1971 এর 24শে মার্চের আগে আপনার কোনও পূর্বপুরুষের ঐ কাগজ জোগাড় করবেন। ধরুন একজনের দাদার (grandfather ) নাম করিম মন্ডল।তার ছেলে সেলিম মন্ডল। তার মেযে আমিনা বেগম। করিম মন্ডল->সেলিম মন্ডল->আমিনা বেগম। . যদি উপরের লিস্টে বলা কোনো একটা কাগজ করিম মন্ডলের নামে থাকে তাহলে তিনি এদেশের নাগরিক হিসেবে গণ্য হলেন। এবার সেলিম মন্ডলের বাবা করিম মন্ডল তা প্রমাণ করতে হবে। সেলিমের কোনো সরকারি ডকুমেন্টে করিম মন্ডলের নাম থাকবে। যেমন…সেলিমের রেশন কার্ডে নাম থাকবে ” সেলিম মন্ডল, পিতা -করিম মন্ডল “। সেখান থেকে সেলিমের নাগরিকত্ব প্রমাণ হবে। একইভাবে সেলিমের মেয়ে আমিনা প্রমাণ করতে হবে।
সমস্যা হবে গরীব , প্রান্তিক পরিবারগুলোর যাদের না আছে 1971 সালের আগের জমির দলিল না অন্য কিছু। তাদের জন্য SDO বা DM অফিসের ইলেকশন সেল থেকে 1971 এর আগের ভোটার লিস্ট জোগাড় করতে হবে। তাতে নাম থাকলে হবে।
যারা প্রকৃত ভারতীয তারা যেন হয়রান না হয , আপনাকেই সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। আপনার বন্ধুকেও এগিযে আসতে বলুন। শুধু নিজেরটা ভাববেন না। প্রতিবেশীর দায়িত্ব ও আপনার।