অয়ন বাংলা, নিউজ ডেস্কঃ- এ যে দাবার ছক আজ ঘুরতে শুরু করেছে। ‘এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জী হিন্দুদের জন্য অভিশাপ এবং একই সঙ্গে মুসলমানদের জন্য আশীর্বাদ।’ গতকাল রোববার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে এমনই ক্ষোভ প্রকাশ করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল।
বিধায়ক সাংবাদিকদের জানান, অন্তত এক কোটি অবৈধ বাংলাদেশী মুসলমান ভারতে রয়েছেন, যাদের ৯৫ শতাংশের নাম এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আবার ১৩ লক্ষ ৮৫ হাজার হিন্দু ধর্মালম্বীদের নাম নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে।
এই হিসেব বেসরকারি- উল্লেখ করে দিলীপ পাল বলেন, জাতিগত-ভাষাগত-ধর্মগত কোন হিসাব ওরা দেবে না, এনিয়ে লুকোচুরির কোনো কারণ ছিল না।
ভারতের মুসলমানদের বিরুদ্ধে তার কোন ক্ষোভ নেই জানিয়ে বিধায়ক বলেন, ভারতবর্ষে হিন্দুদের এমন দুর্গতি মেনে নেওয়া যায় না; এটা চূড়ান্তভাবে অশুদ্ধ এনআরসি। নিজের ক্ষোভ ব্যক্ত করে বিধায়ক বলেন, “আমরা চাই ধৈর্যচ্যুতি ঘটার আগেই নাগরিকত্ব বিল পাস করুক সরকার। এই উদ্দেশ্যে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল আসামের ক্ষেত্রেও প্রযোজ্য করে হিন্দুদের সুরক্ষা দেওয়া হোক।” এখনই উপযুক্ত সময় নাগরিকত্ব বিল পাস করার । ৩৭০ অনুচ্ছেদ বা তিন তালাক প্রথা বিলুপ্তির ক্ষেত্রে সরকার যে শক্ত অবস্থান নিয়েছিল, নাগরিকত্ব বিল পাসের ক্ষেত্রেও তেমনি শক্ত অবস্থান গ্রহণ করুক কেন্দ্র।