অয়ন বাংলা, ওয়েবডেস্ক: ১৯৭১ সালের পর কোনও বাংলাদেশী ভারতে যাননি। ভারতে এনআরসির ডামাডোল শুরু হতেই বাংলাদেশের তরফ থেকে তাদের বক্তব্য এভাবেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। যদিও ভারতের তরফে কোনও পাল্টা বক্তব্য না পেয়ে বেশ উদ্বিগ্ন ছিল বাংলাদেশ। এবার আন্তর্জাতিক মঞ্চে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনআরসি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী।
শুক্রবার রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা শেষ করার পর আমেরিকার নিউইয়র্ক প্যালেস হোটেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রীড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ভারত ও বাংলাদেশ সম্পর্ক বরাবরই সুন্দর। আর এনআরসির মতো বিষয় নিয়ে উদ্বেগের কিছু নেই। এদিনের বৈঠকে এনআরসি, অভিন্ন নদীর পানি বন্টনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এনআরসির বিষয়টি তুললে ভারতের প্রধানমন্ত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে সঠিক ভাবে কাজ করবেন। এ ব্যাপারে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সহজভাবেই বিষয়টি নেওয়া উচিত। পাশাপাশি, ড. মোমেনের তরফে আরও জানানো হয়, আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সৌজন্য:- মহানগর ডেস্ক