ওয়েবডেস্ক: বিজেপির টার্গেট বাংলা এবং এরাজ্যে ক্ষমতায় এসেই এনআরসি করতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য শাসক শিবিরের নেতাদের বক্তব্যে তা বারংবার প্রকাশ পেয়েছে। এ নিয়ে আসরে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে এনআরসি বিরোধিতা করছেন। কিন্তু পুরো বিষয়টিকেই অন্য চোখে দেখছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর কথায়, বিজেপি-তৃণমূল কয়েনের এপিট-ওপিট! তাঁর এই মন্তব্যে এখন বিতর্কের ঝড়।
মহানগর ওয়েবডেস্ক: বিজেপির টার্গেট বাংলা এবং এরাজ্যে ক্ষমতায় এসেই এনআরসি করতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য শাসক শিবিরের নেতাদের বক্তব্যে তা বারংবার প্রকাশ পেয়েছে। এ নিয়ে আসরে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে এনআরসি বিরোধিতা করছেন। কিন্তু পুরো বিষয়টিকেই অন্য চোখে দেখছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর কথায়, বিজেপি-তৃণমূল কয়েনের এপিট-ওপিট! তাঁর এই মন্তব্যে এখন বিতর্কের ঝড়।
বিস্ফোরক মন্তব্য বাঁচিয়ে রেখে সেলিম আরও বলেন, সারদা ও নারদাকাণ্ড থেকে বাঁচতে এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশশ কমিশনার তথা মমতা ঘনিষ্ঠ রাজীব কুমারকে বাঁচাতেই এই এনআরসি খেলায় মেতেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এনআরসি লাগু প্রসঙ্গে বিজেপির তরফে যা মন্তব্য করা হয়েছে তার বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ সরব হয়েছেন। জাত-পাত-ধর্ম ভুলে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস শুধু নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে বলেই দাবি সেলিমের।