দিলদার সেখ ,অয়ন বাংলা,কুশমন্ডি,দঃ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মস্তাইল এলাকা নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রম ১৯৯৮ সালে প্রতিষ্ট হয়ে। এই নীলকন্ঠ স্বর্গ অনাথ আশ্রম পরিচালনা করেন রঞ্জিত বাবু ২১ বছর কেটে গেলে সরকারি দরজা দরজা ঘুরে মেলেনি সরকারি সহায্য। এই লোকডাউন ফলে অভাব অনঠন মাধ্যামে দিন কাটাচ্ছেন । নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমে ২১ বছর কেটে গেল মেলেনি সরকারি সাহয্য জানালেন আশ্রমের সহ শিক্ষক নীরাঞ্জন রায় ।
লোকডাউন চলাকালীন আশ্রমের পর্যাপ্ত খাবার সামুগ্ৰি নেই ঠিক মতো আশ্রমের ২৫ টি অনাথ শিশু খেতে পারচ্ছেনা এই সময়ে সরকারি সাহায্য পেলে আমরা উপকৃত হতাম।। নীল কন্ঠ স্বর্গ অনাথ শিশুদের নেই কোরন ভাইরাস সংক্রমন রুখতে এমন কি আশ্রমে শিশু দের মাক্স নেই অতি কষ্টের মধ্য দিন কাটাচ্ছেন নীল কন্ঠ স্বর্গ আশ্রমের শিশুরা। এই বিষেয় নীল কন্ঠ স্বর্গ আশ্রমের অনাথ শিশু চিওরঞ্জন বাসকে জানান আমাদের মাক্স নেই ঠিকমতো খেতে পারচ্ছি এমন আশ্রমে চাল , ডাল , কিছু নেই অভাব অন্ঠন মাধ্যমে দিন কাটছে ন অনাথ শিশু রা। এই বিষয়ে অনাথ আশ্রমের সহ শিক্ষক নিরাঞ্জন রায় জানান কুশমন্ডি ব্লক প্রসাসন দরজা ঘুরে ও কনো সাহায্য মেলেনি গ্ৰামবাসী ও এলাকার সহোযোগিতা কনো মত দিন কাটচ্ছেন বর্তমানে লোকডাউন ফলে বাইরে থেকে কেউ সহায্য করতে না আসতে পারায় অভাবে ও অন্ঠনে আশ্রমের ২৫ টি অনাথ শিশু দিন কাটাচ্ছেন এই সময়ে সরকারি সাহায্য পেলে উপকৃত হতাম।।.।