নিউজ ডেস্ক অয়ন বাংলা:-গোটা রাজ্যে আজ বিজেপি র দিশাহীন আজ দিলীপ ঘোষকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। রাজনীতি ব্যারাকপুরের পলতার শান্তিনগরে মুকুল রায় এবং দিলীপ ঘোষের অনুগামীদের হাতা হাতি চেয়ার ছোড়াছুড়ি।
পদ্মশিবিরে সদ্য তৃণমূল ছেড়ে দলে যোগ দেন মুকুল ঘনিষ্ট অর্জুন সিং,ফল স্বরুপ বিজেপি তাকে ব্যারাকপুর লোকসভায় টিকিট দেয় ।শুরু হয়ে যায় নতুন পুরাতনদের লড়াই।পদ্নশিবিরের কর্মী সভায় নতুন পুরাতনদের হাতাহাতি লড়াই দিন দিন বেড়েই চলেছে ।লোকসভার প্রার্থী ঘোষণার পর রাজ্যের কিছু কেন্দ্রের বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায় ।এখানেই তার বহিঃপ্রকাশ দেখা গেল।