নিউজ ডেস্ক :- ফারুখ আবদুল্লা মুক্তি পেয়েই বললেন এটা গান্ধীর ভারত নয়। নিরাপত্তা আইনে তাঁকে প্রায় সাত মাস বন্দি করে রেখেছিল নরেন্দ্র মোদীর সরকার। মুক্তি পাওয়ার পাঁচ মাস পরে এ বার মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে সৎ হওয়ার ‘পরামর্শ’ দিয়ে বললেন, ‘‘ভারত সরকারকে এখন আর কেউ বিশ্বাস করতে পারছে না। এমন একটা দিনও যায় না, যেদিন তারা মিথ্যে কথা বলে না।’’ সেই সঙ্গে তাঁর আক্ষেপ, ‘‘এই ভারত গাঁধীর নয়।’’
গত বছরের ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা এমনকি, পূর্ণ রাজ্যের স্বীকৃতি বাতিল করেছিল মোদী সরকার। এর পরেই ন্যাশনাল কনফারেন্সের সাংসদ ফারুক এবং তাঁর ছেলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমরকে জন নিরাপত্তা আইনে অন্তরীণ করা হয়। মার্চ মাসে ফারুক মুক্তি পেলেও তাঁর অবাধে ঘোরাফেরা এবং সাংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
ফারুকের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ অগস্ট সংসদে দাঁড়িয়ে জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার ঘোষণা করার একদিন আগেও কেন্দ্রের তরফে এ বিষয়ে বিন্দুমাত্র ইঙ্গিত দেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘একদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, কেন কাশ্মীর উপত্যকায় বিপুল সংখ্যায় সেনা পাঠানো হচ্ছে? কেন পযর্টকদের ফেরত পাঠানো সহ পৃথিবীর ভূসর্গ আজ বড় বিপদে।
সৌজন্য:- আনন্দ বাজার পত্রিকা