শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের পুরষ্কৃত করল “আই ডব্লিউ সি অফ কলকাতা
রিমা শিকদার (কলকাতা) : “আই ডব্লিউ সি অফ কলকাতা” নামে একটি সংগঠনের উদ্যোগে ৫ ই সেপ্টেম্বর সমারোহের সঙ্গে পালিত হল শিক্ষক দিবস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের উদ্যোগে শ্যামবাজার অঞ্চলের “সংবেদন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের এদিন পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা কঠোর পরিশ্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ গড়ার লক্ষ্যে পড়াশুনা শেখাবার উদ্যোগী ভূমিকা পালন করে আসছেন।
প্রসঙ্গত : ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কারণ তিনি বিশ্বাস করতেন দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদেরই শিক্ষক হওয়া উচিৎ। বিশ্বব্যাপী ৫ ই অক্টোবর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও ভারতবর্ষে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়।
উল্লেখ্য, ১৯৬২ সালে ডঃ রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। তখন বেশ কিছু ছাত্র-ছাত্রী ও তাঁর বন্ধু-বান্ধব সেইসঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা-নেত্রীরা অনেকেই তাঁর জন্মদিনটি অর্থাৎ ৫ ই সেপটেম্বর দিনটি সমারোহের সঙ্গে পালন করতে চেয়েছিলেন। কিন্তু সেইসময় রাধাকৃষ্ণন বলেছিলেন, “শিক্ষকরাই মানুষ গড়ার আসল কারিগর, তাই এই দিনটাকে শিক্ষকদের উৎসর্গ করে শিক্ষক দিবস হিসেবে পালিত হোক।”
সেই থেকে ভারতে এই দিনটাই শিক্ষক দিবস উপলক্ষে পালিত হয়ে আসছে। সেই ধারাকে অনুসরণ করেই “আই ডব্লিউ সি অফ কলকাতা” এদিন শিক্ষক দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছিল বলে সাগঠনের পক্ষ থেকে জানানো হয়।