নিউজ ডেস্ক :- আবার হাথরসের পথে রাহুল গান্ধী । টুইট করে বললেন পৃথিবীর কোন শক্তি নেই আমাকে আটকাবে। বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। হাথরসের নির্যাতিতা, মৃত তরুণীর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীদের।
রাস্তায় পুলিশের সঙ্গে রাহুলের ধাক্কাধাক্কি, মাটিতে পড়ে যাওয়া গ্রেফতারের পর শনিবার দুপুরে ফের হাথরসে যাচ্ছেন রাহুল। এদিন সকালে টুইট করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, “পৃথিবীর কোনও শক্তি নেই আমায় রুখবে।”
” दुनिया की कोई भी ताक़त मुझे हाथरस के इस दुखी परिवार से मिलकर उनका दर्द बांटने से नहीं रोक सकती।
— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2020″
রাহুলের সঙ্গে এদিন ফের প্রিয়ঙ্কাও যেতে পারেন বলে খবর। যদিও জানা যাচ্ছে, এদিনও দিল্লি থেকে উত্তরপ্রদেশে রাহুলদের কনভয় ঢুকলেই আটকে দেবে পুলিশ।
বৃহস্পতিবার রাহুল-প্রিয়ঙ্কার কনভয় দিল্লি পেরিয়ে যেই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ঢুকেছে, সঙ্গে সঙ্গে তা থামিয়ে দেওয়া হয়। রাহুল ও প্রিয়ঙ্কা গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সেখানে বহু সংখ্যক কংগ্রেস কর্মী জড়ো হয়েছিলেন। রাহুলরা সামনের দিকে এগোতে চেষ্টা করলে পুলিশ তাঁদের ঠেলে সরিয়ে দেয়।