ডাঃ কাফিল খানের গ্রেফতারেের তীব্র  প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী

Spread the love

ওয়েব ডেস্ক:- ডাঃ কাফিল খানের গ্রেফতারেের তীব্র  প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা ও জাতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী । তিনি বললেন ”   মাননীয় প্রধানমন্ত্রী, জনবিরোধী CAA এর প্রতিবাদ আমিও করেছি, আরও লক্ষ লক্ষ মানুষ করেছেন, কিন্তু সেই অপরাধে তো আমার বা অন্যদের বিরুদ্ধে NSA আইন-বলে আটক করা হয়নি, তাহলে ডাঃ কাফিল খান কে কেন?

অবিচার ও বৈষম্য -এর দ্বারা কখনো রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় না !”

 

এই নিয়ে শুরু হয়েছে তীী্ব্র্র আলোচনা সমালোচনা ।

গোটাদেশে কাফিল খানের মুক্তির দাবিতে সরব বিদ্দ্ব জনেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.