নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা :- পাশ্ব শিক্ষকদের আন্দোলনে ক্রমাগত বাড়ছে চাপ, আম আদমি পার্টি পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল প্যারা শিক্ষকদের সাথে দেখা করতে যায়। শিক্ষকরা তাদের দাবি নিয়ে ১৩ দিন ধরে অনশন করছেন। ধারণা স্থলে আম আদমি পার্টির নেতা বি.কে. সিং (শিক্ষা সেল ইনচার্জ), নাজির হোসেন সরকার (রাজ্য কমিটির সদস্য), সাহাবুল নাজির (উলুবেড়িয়া দক্ষিণ ইনচার্জ), জয়নাল আবেদীন (এস.এম সদস্য), সালামউদ্দিন আনসারী (শিক্ষা সেল সম্পাদক) এবং অন্যান্য সদস্যরা পৌঁছেছিলেন। শিক্ষকদের উদ্দেশে নাজির হুসেন সরকার মঞ্চ থেকে বলেন আম আদমী পার্টি পশ্চিমবঙ্গ শিক্ষকদের দাবির সাথে আছেন, রাজ্য সরকারের উচিত শিক্ষক দের দাবি যত তাড়াতাড়ি সম্ভব বিবেচনা করা। আম আদমি পার্টি সর্বদাই শিক্ষার সাথে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আম আদমি পার্টি বিশ্বাস করে যে শিক্ষা দেশের উন্নয়নে জন্য খুব জরুরি। শিক্ষকরা ভালো নাগরিক তোয়রি করে যারা দেশের অগ্রগতিতে অবদান রাখে। পশ্চিমবঙ্গে, শিক্ষকরা তাদের দাবির নিয়ে বারবার প্রতিবাদ করছেন, এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে ভাল নয়। আম আদমি পার্টির দিল্লি সরকার রাজ্যের বাজেটের ২৬% অর্থ শিক্ষায় ব্যয় করে, অন্যদিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বাজেট থেকে শিক্ষার জন্য খুব কম অর্থ ব্যয় করে। পশ্চিমবঙ্গ সরকারেরও উচিত শিক্ষা ও শিক্ষকদের প্রতি নিয়মিত মনোযোগ দেওয়া।