মুর্শিদাবাদের মহারাজপুরে পাঠ ফাইন্ডারের উদ্যোগে কৃতিদের সম্বর্ধনা প্রদান
আনসারুল ইসলাম,অয়ন বাংলা ,বহরমপুর,মুর্শিদাবাদ:-
পাঠ ফাইন্ডার উদ্যোগে আয়োজিত হলো কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্টানের উদ্যোক্তা সেতাবুদ্দিন মন্ডল। পাঠ ফাইন্ডার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। এই সংগঠনের কাজ এলাকার ছেলে মেয়েদের কোচিং এর মাধ্যমে শিক্ষাদান করা। পাঠ ফাইন্ডার এর উদ্যোগে সর্বমোট চার জন কে সম্বর্ধনা দেওয়া হয়।
মূলত দৌলতাবাদ থানা এলাকার মধ্যে এ বছর যারা উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে তাদের কে সম্বর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। প্রথম তুহিনা আক্তার মহারাজপুর প্রাপ্ত নম্বর ৪৬৪, দ্বিতীয় প্রিয়ঙ্কা পাল ভৈরবপুর প্রাপ্ত নম্বর ৪২৩, তৃতীয় শাহনাজ খাতুন শীলপুকুর প্রাপ্ত নম্বর ৪১৬, চতুর্থ নেহা ঘোষ ভৈরবপুর প্রাপ্ত নম্বর ৪০৬।
পাঠ ফাইন্ডার এর পক্ষ থেকে তুহিনা আক্তারের হাতে ৬০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অন্যান্যদের হাতে একটি করে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি তুলে দেওয়া হয়। তুহিনা আকতারকে ভবিষ্যতে কি হতে চাই জিজ্ঞেস করলে বলল ,ভবিষ্যতে বি ডি ও হতে চাই । এথই উদ্যোগ সাধারণত মেধার বিকাশের জন্য সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার মধ্যে দৌলতাবাদ থানা এলাকা একটি পিছিয়ে পড়া এলাকা হিসাবে পরিচিত। আগামী দিনে এই এলাকা থেকে অনেক ছেলেমেয়েই পরীক্ষায় ভালো ফল করবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষক তথা সংস্থার কর্নধার সেতাবুদ্দিন মন্ডল।