সুস্থায়ী জলসম্পদ গড়ে তুলতে পথপ্রচার ও সচেতনতা শিবির করলো বেড়মজুর গ্রাম পঞ্চায়েত
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, সন্দেশখালি: ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাওয়ায় দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যে জলসংকট দেখা দিয়েছে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তার প্রভাব পড়ার আগেই দিকে দিকে মানুষ তার প্রতিকারে নেমেছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ২ নং ব্লকের বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েত ও ইউ বি ইউ সংস্থার উদ্যোগে পরিবেশ রক্ষার্থে জন সচেতনতার উদ্দেশ্যে জল সংরক্ষণ, জল অপচয় রোধ, ডেঙ্গু প্রতিরোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এছাড়াও নীতি আয়োগের রিপোর্ট আরো চিন্তার মধ্যে ফেলেছে পরিবেশ বিজ্ঞানীদের। তাদের রিপোর্টে জানা গিয়েছে আগামী ২০৩০ সালের মধ্যে তীব্র হারে পানীয় জল হ্রাস পাবে। মুম্বাই, চেন্নাই সহ চারটি মেগা সিটিতে মিলতে নাও পারে পানীয় জল। এই অবস্থায় যেখানে সেখানে চলছে পানীয় জলের অপচয়। এক্ষেত্রে জন সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে বলে এই সংস্থার ধারণা।
এদিন পদযাত্রার মাধ্যমে জনগণের মধ্যে জন সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার এই সংস্থার তত্ত্বাবধানে সন্দেশখালি ২ নং ব্লক কমিটির পরিচালনায় জল সংরক্ষণ, জল অপচয় রোধ ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে লিফলেটও বিলি করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেড়মজুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী ছিদ্দিক মোল্লা, উপ প্রধান তমিজউদ্দিন মোল্লা, গ্রামের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।