। ‘প্রেরণা’ মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের উদ্যোগে প্রসাদপুর অঞ্চলের বালি গোকুলপুরে দুঃস্থদের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হলো।
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর অঞ্চলের বালি গোকুলপুর এলাকার বেশ কিছু অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে পাশে দাঁড়ালো “প্রেরণা”, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক কমিটির সদস্যরা।ব্লক কমিটির সভাপতি মোঃ বিল্লাল মণ্ডল জানান, মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি বালিগ্রামীণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তফা কামাল মহাশয়ের অনুরোধে ও ‘প্রেরণা’ রাজ্য সভাপতি তথা চন্দননগর পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবির আইপিএস সাহেবের অনুপ্রেরণায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন লকডাউনের ফলে সারাদেশের পাশাপাশি এই এলাকার মানুষ তাদের কাজ হারিয়ে চরমভাবে সমস্যার সন্মুখীন হয়েছেন।এই দুঃসময়ে ‘প্রেরণা’ সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের রেশনিং ব্যবস্থায় সাধারণ মানুষ নূন্যতম বেঁচে থাকার জন্য খাদ্যের জোগান পেলেও রমজান মাসে দুঃস্থদের ইফতার সামগ্রী কেনার কোনো সামর্থ্য নেই।এসব বিবেচনা করে তাদের কিছু সংখ্যক মানুষের হাতে আজ ইফতার সামগ্রী তুলে দেওয়া হলো এবং আগামীতেও এইভাবেই সাধ্যমতো ‘প্রেরণা’ অসহায়দের পাশে থাকবে জানান। এই শুভ প্রয়াসকে সফল করার জন্য যে সকল স্থানীয় সহানুভূতিশীল মানুষ ‘প্রেরণা’কে উৎসাহ জুগিয়ে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় ও ব্লকের আর্থিক ভাবে স্বচ্ছল ও সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার অনুরোধ করেন।