মুর্শিদাবাদ জেলা ‘প্রেরণা’র উদ্যোগে বহরমপুরে খাদ্যদ্রব্য ও মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হলো।।
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,বহরমপুর:- আজ 19/04/20 শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্যদ্রব্য যথা,- চাল,আলু, পেঁয়াজ, মুড়ির প্যাকেট সহ মাস্ক তুলে দিয়ে পাশে দাঁড়ালো “প্রেরণা”, মুর্শিদাবাদ জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি বালিগ্রামীণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, প্রেরণা রাজ্য সভাপতি তথা চন্দননগর পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবির আইপিএস সাহেবের পরামর্শে এই উদ্যোগ। লকডাউনের ফলে বহরমপুর সংলগ্ন ভাকুড়ি এলাকার রেললাইনের ধারে বস্তিতে বসবাসকারী অসংখ্য দিন আনা দিন খাওয়া অসহায় মানুষের হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দিতে পেরে খুব ভালো লাগছে।
সামাজিক মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আগামীতেও সাধ্যমতো তাদের পাশে থাকতে চাই। এই শুভ প্রয়াসকে সফল করার জন্য জেলার যে সকল সহানুভূতিশীল মানুষ ‘প্রেরণা’কে উৎসাহিত করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। তিনি আরও জানান আগামী কয়েকদিনের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের উদ্যোগে ও জেলা ‘প্রেরণা’র সহায়তায় জেলা অফিস থেকে আরও শতাধিক মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে।
এই ব্যাপারে জেলা ‘প্রেরণা’ কে সহযোগিতা করার জন্য তিনি জেলার আর্থিক ভাবে স্বচ্ছল ও সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।