মসজিদের ইমামদের পীর আল্লামা আবুল ফারহ্ স্মৃতি পুরস্কার শীতাপুর দরবার শরীফে
আরিফুল ইসলাম, অয়ন বাংলা , হুগলী: ফুরফুরা শরীফের পীর আল্লামা আবুল ফারহ্ সিদ্দিকী হুজুরের স্মরণে আলোচনা সভায়, ফুরফুরা শরীফ পীর মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দীক রহ: এর দ্বিতীয় বাড়ি শীতাপুর দরবার শরীফে আল ফারহ্ মিশন প্রাঙ্গণে, তাঁর পীর আল্লামা আবুল ফারহ্ সিদ্দিকী রহ: এর ছোট পুত্র তথা আল ফারহ্ মিশনের সম্পাদক পীরজাদা তামিম সিদ্দিকীর উদ্যোগে এলাকার বেশ কয়েকটি মসজিদের ইমামদের “পীর আল্লামা আবুল ফারাহ্” স্মৃতি পুরস্কারে সম্মানিত করলেন।
এদিন সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে আগত ফুরফুরা শরীফের অনুগামীদের নিয়ে জিকির (আত্মশুদ্ধি) অনুষ্ঠান করেন পীর আল্লামা আবুল ফারহ্ সিদ্দিকী রহ: এর বড় সাহেব জাদা পীরজাদা সাহিম উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানের শেষ লগ্নে পীর আল্লামা আবুল ফারহ্ সিদ্দিকী রহ: জীবন আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তামিম সিদ্দিকী। তিনি বলেন, এবছর প্রথম শুরু করলাম “পীর আল্লামা আবুল ফারহ্ স্মৃতি পুরস্কার”। পরবর্তীতে বিভিন্ন ইমামদের আল ফারহ্ মিশনের পক্ষ থেকে উক্ত সম্মানে সম্মানিত করবো।
উপস্থিত ছিলেন, পীরজাদা সাহিম সিদ্দিকী, জেলা পরিষদের কর্মদক্ষ আব্দুল জব্বার, মাদ্রাসা শিক্ষক সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।