নিউজ ডেস্ক:- মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক চলাকালীন ই ইঙ্গিত ছিল লকডাউনের বৃদ্ধির । সেই মোতাবেক কয়েকটি রাজ্য আগামী 30 তারিখ পর্যন্ত লকডাউনের সময় সীমা বাড়িয়েছে। লকডাউনের মেয়াদবৃদ্ধি নিয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি । বেশিরভাগ রাজ্যই ইতিমধ্যে লকডাউন বাড়াতেই পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীকে। আগামী ৩০ এপ্রিল অবধি বাড়তে পারে লকডাউনের সময়সীমা। যদিও এই বর্ধিত লকডাউনের মধ্যে অর্থনীতির সঙ্গে জড়িত নানা বিষয়গুলির পুনঃসূচনা করার উদ্যোগও তিনি নেবেন বলেই সূত্রের খবর। শনিবার ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠককালে প্রধানমন্ত্রী মোদি এই বিষয়ে একমত হয়েছিলেন যে অত্যন্ত সংক্রামক কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য দীর্ঘতর লকডাউনের প্রয়োজন, তবে জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকা নির্বাহের বিষয়েও কথা বলেন নরেন্দ্র মোদি।
ভারতের অর্থনীতি ইতিমধ্যে গত ছয় বছরে সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে, লকডাউনের কারণে বেকারত্ব হার বেড়ে যাওয়ার ফলে তা আরও মারাত্মক আঘাত হানবে বলেই আশঙ্কা। এই নিষেধাজ্ঞার জেরে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের হাতে কাজ নেই এবং ছোট ছোট দোকান ও শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
সূত্রের খবর, শিল্প, নির্মাণ কাজ এবং কৃষিক্ষেত্রগুলিতে পর্যাক্রমে কাজ শুরুর অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে
চারটি রাজ্য, অর্থাৎ তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পঞ্জাব এবং ওড়িশা ইতিমধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস লকডাউন বাড়িয়েছে।
গত মাসে প্রধানমন্ত্রী দু’বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ১৯ মার্চ, রবিবার ২২ মার্চ তিনি ‘জনতা কার্ফু’র ডাক দেন। ২৪ মার্চ তিনি মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ২১ দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেন।
আগামীকাল লকডাউন কত দিন বাড়ছে এখন সেটাই দেখার ,আর কোন ঘোষণা থাকছে কিনা সেই বিষয়ে থাকিয়ে আছে গোটা দেশ।
সূত্র:- NDTV বাংলা