এ দেশ তোমার এ দেশ আমার সবার ভারতবর্ষ।
শুভ বিবেক সদায় জাগ্রত হাজার হাজার বর্ষ।
নানান জাতি নানান ভাষা মিলেমিশে একাকার।
মানুষের চেয়ে বড় কিছু নয় শুনেছি বারবার।
যেথায় রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খৃস্টান।
মানব ধর্মই মুখ্য এখানে তুচ্ছ ধর্মের ব্যবধান।
মন্দিরে বাজে কাসর ঘন্টা মসজিদে আযান।
গির্জায় হয় প্রার্থনা সে যে ভারত-মাতার দান।
রাম-বাবরের যুদ্ধ হয়েছিল কোনদিন কি আগে ?
রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে ঝগড়া কেন তবে?
উন্নয়নকে শিকেয় তুলে কেন গরু নিয়ে খেলা ?
কখনও কি চোখ পড়ে না কে খায়নি দুবেলা ?
রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত আদর্শে মোড়া দেশ।
বিদ্যাসাগর বিবেকানন্দর স্বপ্নের সেই যে দেশ।
বীর যুবাদের আত্ম বলিদান মাতঙ্গিনীর রক্তঋণ।
বিভেদ মন্ত্র বিপথে যায় সফল হয় না কোনদিন।
কেউ কি দেখেছে আল্লাহ ভগবান সম্মুখ সমরে।
শ্বাস ফুরালে যেতেই হবে শশ্মান অথবা কবরে।
বলতে পারো বন্ধু স্বজন জাত বড় না জাতি ?
মানুষের দুঃখে হাত বাড়ালে কি হবে আর ক্ষতি ?
সংখ্যালঘুদের রক্ষা করা সেতো সংখ্যাগুরুর দায়।
অকারণে তাদের হত্যালীলা মানবতার পরাজয়।
বন্ধ হোক ধর্মের জিগির বিবেক বিনাশ আর নয়।
একতা মন্ত্র এক সুরে গাও হবে অসুরের পরাজয়।
-:::- -:::- -:::- -:::- -:::-