পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর ও যুব ফেডারেশনের অফিস ভাঙার ঘটনায় ৫ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা , দেগঙ্গা: শুক্রবার সন্ধ্যায় দেগঙ্গা ফুটবল ক্লাবের কর্মকর্তারা পুলিশের উপরে আক্রমণ ও পুলিশের গাড়ি ভাঙচুর ও সংখ্যালঘু যুব ফেডারেশনের কার্যালয় একাধিকবার ভাঙচুর করার অপরাধে দেগঙ্গা পুলিশ ১. আশীষ হালদার ২. রতন কান্তি দত্ত ৩. চঞ্চল নাগ ৪. সুরজিৎ ঢালী ও ৫. সমীরণ দে নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বারাসাত কোর্টে পাঠিয়েছে পুলিশ।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান এক বিবৃতিতে জানান এরাই গত ১৯ আগস্ট দেগঙ্গা বাজারে অবস্থিত সংখ্যালঘু যুব ফেডারেশনের দেগঙ্গা বাজারে অবস্থিত কার্যালয়ের সামনের ঈদ মোবারক লেখা গেটটি ভেঙে চুরমার করে, এবং আমাকে সহ সংগঠনের অন্যান্য সদস্যদের হেনস্থা করে। আবার গতকাল একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপর আক্রমণ ও সংখ্যালঘু যুব ফেডারেশনের কার্যালয়ে আক্রমণ করে।
মহঃ কামরুজ্জামান আরো জানান ঘটনার পরপরই দেগঙ্গা বাজার, হাড়োয়ার ধনপোতা বাজার ও শাসনের খড়িবাড়ি বাজারে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা বিক্ষোভ ও পথ অবরোধ করে। পুলিশ অপরাধীদের ধরার প্রতিশ্রুতি দিলে প্রশাসনের উপর আস্থা রেখে সদস্যরা বিক্ষোভ অবরোধ তুলে নেয়। অপরাধীদের একটা অংশ পুলিশ গ্রেফতার করেছে শুনলাম, আশাকরি তারা আইন অনুযায়ী শাস্তি পাবে।