#NRC_ভীতি_দূরীকরণে_পপুলার_ফ্রন্টের_প্রচারাভিযান
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- বহরমপুর,মুর্শিদাবাদ: NRC ভীতি দূরীকরণে প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত গৃহীত হলো পপুলার ফ্রন্ট অফ্ ইন্ডিয়ার প: ব: রাজ্য কমিটির আজকের সভায়। এই প্রচারাভিযানে গ্রামে গ্রামে পথসভা ও হ্যান্ডবিল বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত NRC আতঙ্কের বলি আট জন। আসামে NRC এর চূড়ান্ত তালিকা প্রকাশের ও বিজেপির নেতাদের NRC বিষয়ে বৈষম্য মূলক ভীতি প্রদর্শনের ফলে পশ্চিমবঙ্গ বাসী বিশেষ করে মুসলিম সম্প্রদায় NRC আতঙ্কে জর্জরিত। পাশাপাশি নির্বাচন কমিশনের অনলাইন ভোটার ভেরিফিকেশনের ঘোষণা, রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা কার্ডের সংশোধন ও নথিভুক্ত করণের ঘোষণা কে রাজ্যবাসী NRC এর প্রাথমিক প্রদক্ষেপ মনে করে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছে। এই অমূলক ভীতি দূরীকরণের লক্ষ্যেই সংগঠনের পক্ষ হতে এই কর্মসূচির সিদ্ধান্ত।
আজকের সভায় NRC ভীতি দূরীকরণ প্রচারাভিযানের পাশাপাশি জাতীয় স্তরের ১-১৫ অক্টোবর পর্যন্ত “স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালি জাতি” প্রচারাভিযানের অংশ হিসাবে রাজ্য স্তরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।