*মুর্শিদাবাদে দুঃস্থ ও মেধাবীদের পপুলার ফ্রন্টের স্কলারশিপ প্রদান*
ইমাম সাফি,অয়ন বাংলা,মর্শিদাবাদ :-পপুলার ফ্রন্টের
সামাজিক কর্মসূচির মধ্যে অন্যতম হলো পিছিয়ে পড়া সম্প্রদায়কে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে স্কলারশিপ প্রদান ।শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে পপুলার ফ্রন্টের তরফ থেকে প্রত্যেক বছর স্কলারশিপ প্রদান করে থাকে
আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদের তাজ বানকুয়েত হলে প্রায় ২৪৮ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়।
এই স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা মিনারুল সেখ ,পপুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক এজারুল ইসলাম ,ইমামস কাউন্সিলের রাজ্য সহ সভাপতি মৌলানা আব্দুত তাওয়াব সাহেব ,মৌলানা ওবায়দুল্লা নুরী সাহেব সহ সকল ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ ।
এই দিনের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রত্যেক বক্তা ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি সমাজ সেবাতেও ছাত্রসমাজকে এগিয়ে আসার আহব্বান জানান ।
স্কলারশিপ ছাড়াও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে স্কুল চলো প্রচারাভিযান ,সর্ব শিক্ষা গ্রাম ,শিক্ষার অগ্রগতির লক্ষ্যে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্টান করা হয় ।