বাংলায় বিকল্প রাজনীতির পোষ্টার ,অবশেষে জল্পনার অবসান

Spread the love

বাংলায় বিকল্প রাজনীতির পোষ্টার ,অবশেষে জল্পনার অবসান

নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা:-  বাংলায় বিকল্প রাজনীতির পোষ্টার নিয়ে চলছিল জল্পনা।বাম-কংগ্রেস নাকি বিক্ষুব্ধ বিজেপি, কারা বিকল্প রাজনীতির পোস্টার দিচ্ছিল, এবার এল প্রকাশ্যে। লিখিত বিবৃতি দিয়ে প্রকাশ্যে এল ঘটনা।অখিল ভারত হিন্দু মহাসভার-

ডক্টর চন্দ্রচূড় গোস্বামী*
*অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি তিনি কি বললেন এই বিষয়ে দেখুন-

“বাংলায় বিকল্প রাজনীতি” বিষয়ক বিতর্কিত পোস্টার নিয়ে আমি স্বীকার বা অস্বীকার কিছুই করছিনা । আমার কাছে খবর আছে আমাদের কিছু অত্যুৎসাহী সমর্থক এই পোস্টার দিয়ে থাকতে পারে । যদিও বিষয়টিকে বিতর্কিত বলার কোনো কারণ আমি খুঁজে পাইনা কারণ অখিলভারত হিন্দুমহাসভা আগামী দিনে শুধু বাংলা নয় ভারতেও একমাত্র বিকল্প রাজনৈতিক প্রতিষ্ঠান । আমরাই প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল । আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি কেন্দ্রেই আমরা প্রার্থী দিতে চলেছি । আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা কলকাতা সহ সারা বাংলায় পোস্টার দিয়ে আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করবো । এবারের পোস্টারে অবশ্যই আমাদের নাম এবং আমাদের সাথে যোগাযোগ করার কন্টাক্ট নম্বর দেওয়া থাকবে । সেই সাথে অবশ্যই উল্লেখ থাকবে “ফিরে এলাম ৭৫ বছর পর” লাইনটি, কারণ আমরা ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল প্রায় ৭৫ বছর পর লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি । ”

কৃতজ্ঞতা স্বীকার-thebengalmirror.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.