বারুইপুরের শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী রাসমেলা চলছে  প্রস্তুতি

Spread the love

বারুইপুরের শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী রাসমেলা চলছে  প্রস্তুতি

মোমিন আলি লস্কর বারুইপুর:-

বারুইপুরের বিখ্যাত রাসমেলা সার্কাসের মুল আকর্ষণ নিয়ে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী রাসমেলা বারুইপুর রাসমাঠে ।রাস উৎসবের প্রস্তুতি শুরু বারুইপুরের রায়চৌধুরী পরিবারের হাতে সেজে উঠেছে রাসচক্র। দূর্গাপূজা -কালীপূজা পর বারুইপুর চৌধুরী পরিবারের মানুষজন এখন মেতেছেন রাসের মেলা প্রস্তুতিতে । বারুইপুরের রায়চৌধুরীর বাড়ির বারুইপুরের রাসমাঠে রাসের মেলা শুভ উদ্বোধন হতে চলেছে আগামী ১৫ নভেম্বর ঠিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।সেই আকর্ষণ এন কে রোলেক্স সার্কাস,এ বছর তাদের বিশেষ আকর্ষণ মূলক খেলা নিয়ে আসছে বারুইপুর রাসমাঠে।দেখতে মিস করবেন না। বারুইপুরের জমিদার মোদন মাল্য আজ থেকে ২৭০ বছর আগে ইংরেজ শাসনের গোড়ায় রায়চৌধুরী উপধিক লাভ করেন। বর্তমান দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে সূদূর সুন্দরবনের বিস্তারিত এলাকাজুড়ে বিস্তৃত জমিদারির আধিকারি লাভ করেন বারুইপুর চৌধুরী পরিবারের মদন রায়চৌধুরী। বাঙালির বারোমাসে তেরপারর্বন। দূর্গা পূজা, কালীপূজা,বিপত্তারিণী পূজার পাশাপাশি রথযাত্রার মেলা,ও রাস উৎসব চালু হয় বারুইপুর চৌধুরী পরিবারের বারুইপুর রাসমাঠে। শীতের আগমনে এই রাসমেলা অনুষ্ঠিত হয়। রাসের মেলায় আকর্ষণিয় খাবার রাসের খৈ এবং মাঠ করাই।মেলায় আনন্দ উপভোগ করতে আসেন দক্ষিণ ২৪পরগনা জেলার সূদূর সুন্দরবনের বিভিন্ন স্থানে এলাকার মানুষ জন। সুদূর উড়িষ্যা পূরী থেকে এশিয়ান মহান বাংলার গৌরব এন কে রোলেক্স সার্কাস আসছে বারুইপুর চৌধুরী পরিবারের বারুইপুর রাসমাঠে ।তাই সপরিবারে আসুন এশিয়ান মহান বাংলার গৌরব এন কে রোলেক্স সার্কাস দেখুন , আপনি এবং আপনার পরিবার কে আনন্দে আনন্তিত করতে চলে আসুন বারুইপুর রাসমাঠে।মিস করবেন না ।এশিয়ান মহান বাংলার গৌরব এন কে রোলেক্স সার্কাসের সার্কাস ম্যানেজার মোল্লা সাদেক রহমান জানায় এবছর আমরা ১৫ই নভেম্বর ঠিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বারুইপুর রাসমাঠে এবছর বিশেষ আকর্ষণ রাসখেলা নিয়ে আসছি । বিশেষ আকর্ষণ খেলা থাকছে গোলাপের মধ্যে মোটরসাইকেল খেলা, রিং ড্যান্স আফ্রিকান ফ্যাট ড্যান্স বাছাই বাছাই শিল্পীদের নিয়ে আসা হয়েছে এই সর্বপ্রথম বার বারুইপুর রাস মাঠে প্রতিদিন তিনটি করে শো চলবে ,প্রথম শো দুপুর একটা ,দ্বিতীয় শো বিকেল চারটা ও তৃতীয় সন্ধ্যে সাতটায়। সুদূর উড়িষ্যা পুরী থেকে আগত এশিয়ান মহান বাংলার গৌরব এন কে রোলেক্স সার্কাসের পক্ষ থেকে সবাইকে এই আকর্ষণীয় সার্কাস দেখার জন্য আমন্ত্রণ রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.