ওয়েব ডেস্ক :- আজ ত্যাগের উৎসব ঈদ-উল- আযাহা। সারা দেশের সঙ্গে এ’রাজ্যেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে এই উৎসব। তবে, সরকারি নির্দেশ মেনে,সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ পাঠের মাধ্যমে পালিত হল ঈদুল আজহা ।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আজ এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন, ঈদ-উল- আযাহা ত্যাগের প্রতীক। বন্ধুত্বের মেল বন্ধনের মাধ্যমে মানব কল্যাণে উৎসাহিত করে এই উৎসব। তিনি এ’প্রসঙ্গে কোভিড নাইন্টিন অতিমারীর প্রেক্ষিতে ঈদ-উল-আযাহা পালনের সমস্ত নির্দেশিকা অনুসরণ করার অনুরোধ করেছেন।
উপরাষ্ট্রপতি এম.ভেঙ্কাইয়া নাইডু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঈদ-উল-আযাহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব এবার নেই। করোনা মহামারীর কারণে এক জায়গায় জমায়েত করে উৎসব করা হবে না। শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ বা কোরবানি ঈদ। শনিবার সকালেই ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছার পাশাপাশি এ দিন তিনি ট্যুইটারে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তাও দিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এই কঠিন পরিস্থিতে মনে করিয়ে দেন সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালনের কথা। ঈদের শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া।
মোদী ট্যুইটে লিখেছেন, ‘ঈদ মুবারক ঈদ-উল-আদাহের শুভেচ্ছা। এই দিনটিতে আমাদের ন্যায়বিচার, ঐক্য সমাজ গঠনের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তুলুক। সৌভ্রাতৃত্ব ও মমত্ববোধকে আরও বাড়িয়ে তুলুক’।