নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। রবিবার জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বভারতীয় আর্য মহাসভা রাজ্যে বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করছি। সর্বভারতীয় আর্য মহাসভাকে মানুষ কেন ভোট দেবে সেটা তুলে ধরেন সর্বভারতীয় আর্য মহাসভার সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। অন্য রাজনৈতিক দলের ভোট চাওয়ার যে উদ্দেশ্য আর আমাদের অন্য উদ্দেশ্য অন্য রাজনৈতিক দলের থেকে পৃথক। সর্বভারতীয় আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সন্মান করে। বিভাস বাবু বলেন, এক মহাপুরুষ বলেছিলেন ভোট দেওয়ার সময় দেখতে হবে তার বাবা মায়ের শ্রদ্ধা আছে কি না। ভারতের আর্য কৃষ্টিকে সন্মান করে কি না। আর্যর কৃষ্টি মানে আল্লা ভগবানের কৃষ্টি। একটি ছাতার নিচে থেকে সমস্ত ধর্মের মানুষ থেকে কিভাবে সমাজকে সন্মান করা হয় সেটা দেখতে হবে। সেই দলের নামই সর্বভারতীয় আর্য মহাসভা। আজকের এই সম্মেলন উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাসচন্দ্র অধিকারী, মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোহনলাল রশিদ, মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মনিশ আমির, জঙ্গিপুর লোকসভার প্রার্থী প্রতীক ব্যানার্জি, মুর্শিদাবাদ জেলার মহিলা সভানেত্রী পুষ্পশ্রী চৌধুরী চ্যাটার্জী এবং মুর্শিদাবাদ জেলা আর্য মহাসভার শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সারথি চ্যাটার্জী এবং পরমেশ্বর ঘোষ সোমনাথ পাল সহ বিশিষ্টজনেরা।