প্রিয়ঙ্কা গান্ধী সোনভদ্রায় গিয়ে মন্তব্য ৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক,

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- অবশেষে প্রিয়ঙ্কা গান্ধী কাশ্মীর নিয়ে জোরালো কথা বললেন। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে এই প্রথম মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা৷ তাঁর মতে, এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পদক্ষেপ৷ ফের এদিন উত্তরপ্রদেশের সোনভদ্রায় যান তিনি৷ সেখানে গিয়ে এই মন্তব্য করেন প্রিয়ঙ্কা৷ কেন্দ্র কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে৷ সেইসঙ্গে কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হওয়ায় জম্মু কাশ্মীর ও লাদাখ ২টি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হলেন প্রিয়ঙ্কা৷

জুলাই মাসে জমি নিয়ে সংঘাতে ১০ জন দলিত ও আদিবাসী গ্রামবাসীকে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশের মীর্জাপুরের সোনভদ্রায়। প্রিয়ঙ্কা তখন সেখানে যাওয়ার চেষ্টা করে বাধার মুখে পড়েন৷ আবারও এদিন সেখানে যান প্রিয়ঙ্কা৷ কাশ্মীর নিয়ে তাঁর প্রতিক্রিয়া, যে পদ্ধতিতে এটা করা হল, তা সম্পূর্ণ অসাংবিধানিক৷ গণতান্ত্রিক নিয়ম নীতি এখানে অনুসরণ করা হয়নি৷
মঙ্গলবার প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের আমভা গ্রামে যান৷ এক মাস আগে সোনভদ্রায় যেতে বাধা পেয়ে তিনি এই গ্রামে ধর্নায় বসেন৷ বারাণসীতে পৌঁছে তিনি বলেন, আমি যাচ্ছি সোনভদ্রার ভাই বোনদের সঙ্গে দেখা করতে৷ তাঁদের লড়াইয়ের পাশে থাকতে চাই৷ লোকসভা ভোটে দলের ভরাডুবির পরই সোনভদ্রায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হয়৷ প্রিয়ঙ্কা যে সেই হাতে গরম ইস্যু ছাড়বেন না, তা বলাই যায়৷ তাই আবার সেখানে গেলেন তিনি৷ এবার সরব হলেন কাশ্মীর নিয়েও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.