বিশিষ্ঠ সাংবাদিক সঞ্জয় সিংহ প্রয়াত
পরিমল কর্মকার (কলকাতা) :- বিশিষ্ঠ সাংবাদিক সঞ্জয় সিংহ বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি তার বাড়ির কাছেই বাগবাজারে একটি নার্সিং হোমে ৭ দিন আগে ভর্তি হন। বুধবার নার্সিং হোম থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার বাড়িতে বাথরুমে যাওয়ার সময় তাঁর ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রেখে গিয়েছন তার স্ত্রী, একমাত্র মেয়ে, জামাই ও নাতনিকে।
উল্লেখ্য, তিনি তার কর্মজীবনে আজকাল, বর্তমান ও আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন। এরপর সংবাদ নজর নামে একটি দৈনিক পত্রিকাও তিনি যুক্ত ছিলেন। রাজনৈতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার নির্ভীক লেখনীকে নেতা-মন্ত্রীরাও সমীহ করতেন। রাজনৈতিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ছিল তার। যার জন্য তিনি রাজ্যের বহু নেতা-নেত্রীর কাছের মানুষ হয়ে উঠেছিলেন।
সাংবাদিকতা করার পাশাপশি নাটক লেখার ক্ষেত্রেও সাফল্য পেয়েছিলেন সঞ্জয় সিংহ। তার লেখা নাটক কলকাতার বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছিল। দীর্ঘদিনের অভিজ্ঞ এই সাংবাদিক ও নাট্যকারের মৃত্যুতে সংবাদজগৎ ও নাট্যমহলে শোকের ছায়া নেমে এসেছে।