বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কে.কে) প্রয়াত কলকাতায়
পরিমল কর্মকার (কলকাতা) : মঙ্গলবার কলকাতায় প্রয়াত হলেন বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কে.কে)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর (১৯৬৮-২০২২)। এদিন রাতে নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের এক অনুষ্ঠানে গাইতে এসেছিলেন তিনি। গান গাইতে গাইতে হঠাৎ তিনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে গ্রীন রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি হোটেলে ফিরবার সময় পথেই আবার অসুস্থতা বোধ করেন। তখন তাঁকে একবালপুরে সি.এম.আর.আই হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর প্রথম ফেসবুক মারফৎ জানান গায়ক অমিত কুমারের স্ত্রী রিমা গাঙ্গুলী। খবর পাওয়া মাত্রই মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে পৌঁছে যান।
উল্লেখ্য, ১৯৬৮ সালে দিল্লিতে জন্মগ্রহন করেন কৃষ্ণকুমার কুন্নাথ। তাঁর গাওয়া সঙ্গীতের প্রথম এ্যালবম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। গায়ক ও সুরকার কৃষ্ণকুমার কুন্নাথ তখন থেকেই মুম্বাইতে কাজ করতে থাকেন। “দিল চাহতা হ্যায়” “ওম শান্তি” “জন্নত”এর মতো চলচ্চিত্রে তাঁর গাওয়া গানগুলি সুপার হিট হয়। কৃষ্ণকুমার কুন্নাথ তখন থেকেই মূলতঃ কে.কে নামে পরিচতি পান। এরপর শুধু গান আর গান নিয়েই সঙ্গীত জগৎ মাতাচ্ছিলেন কে.কে। হঠাৎই মঙ্গলবার থেমে গেল তার সঙ্গীত জীবন। তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা তথা ভারতবর্ষের সঙ্গীত মহলে।