Protest rally and dhikka march and public relations yatra in Jayanagar against central government’s deprivation and BJP’s false propaganda.

Spread the love

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিল এবং জনসংযোগ যাত্র জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর
-জয়নগর বিধান সভার বকুলতলা থানার জয়নগর দুই নম্বর ব্লকের জয়নগর বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস নির্দেশে সাহাজাদাপুর অঞ্চলের তৃনমুল কংগ্রেসের এর পক্ষ থেকে আজ সাহাজাদাপুর অঞ্চলের বিভিন্ন বুথে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার এবং বিজেপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে,১০০দিনের কাজের টাকা , বাংলার আবাসযোজনার টাকা,সহ একাধিক বিষয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জয়নগর কেন্দ্রের দুই নম্বর ব্লকের খাদ্য কর্মদক্ষ ও সাহাজাদাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াহিদ মোল্লা বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি উন্নয়ন জড়িত আছে, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন গরীব দুঃস্থ অসহায় মানুষের পরিশ্রমের ১০০ দিনের কাজের এবং বাংলার আবাসযোজনার টাকা কেন্দ্রের বিজেপি হিটলার নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে আমরা প্রতিবাদ, নিন্দা, ধিক্কার জানাই। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় নির্দ্যেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের টনক নাড়িয়ে দেব যত দিন পর্যন্ত আমাদের গরীব মানুষের ১০০দিনের জবকার্ডের টাকা ও আবাসন যোজনার টাকা না দেয় । তিনি আরো বলেন আমি যতটুকু জানি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন সঙ্গে অন্য কারো উন্নয়ন তুলনা করা যায়না, কারন তিনি একজন মানব দরদী মুখ্যমন্ত্রী,একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উন্নয় জড়িয়ে আছে একেরপর এক। কেন্দ্রীয় সরকার বিভিন্ন দিক দিয়ে তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা গঞ্জনা দিয়ে তৃনমুল কংগ্রেস কে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা তৃনমুল কংগ্রেস পক্ষ থেকে ধিক্কার জানাই। বিজেপি দাঙ্গাবাজ যত মিথ্যা অপপ্রচারের ঘটাক না কেন তৃনমুল কংগ্রেস কে দোমাতে পারবেনা।যত বেশি বিজেপি তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটনার চেষ্টা করবে ততবেশি তৃনমুল কংগ্রেস শক্তিশালী হবে।তাই বলি মমতা ব্যানার্জি কে কুৎসা রটিয়ে বিজেপি দল কে শক্তিশালী করা যায় না । কেন্দ্রিয় সরকার সাধারণ জনগণের কাছে বিশ্বাসঘাতকতা করেছে তা ২০২৪ সালে লোক সভা ভোটে সাধারণ মানুষ তার জবাব দেবে।
উপস্থিত ছিলেন জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ,ও সাহাজাদাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াহিদ মোল্লা, পঞ্চায়েত সদস্য মোরসালিম মোল্লা ,পঞ্চায়েত সদস্যা শাহানুর সদ্দার , বাঘমারী হাই মাদ্রাসার সম্পাদক হাসান সর্দার , মফিজ গাজী ,জানে আলম মোল্লা, রফিক সরদার এবং তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতৃত্বরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.