নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,কলকাতা:- অভিনব শান্তিপূর্ণ প্রতিবাদ কলকাতায় আম আদমী পার্টি, পশ্চিমবঙ্গের কর্মীরা এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে শান্তি পূর্ণ প্রতিবাদে করে প্রতিবাদের রূপ বদলে দিল
চারিদিকে যখন কোথাও ইট পাটকেল ছুড়ে, রেল ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে তখন আম আদমী পার্টি, পশ্চিমবঙ্গের কর্মীদের প্রতিবাদে দেখা গেল এক অন্য সুর।
এই দিন কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির সন্নিকটে বেশ কয়েকজন কর্মী পার্টির টুপি পরে গলায় এনআরসি ও সিএএ বিরোধী প্ল্যাকার্ড ঝুলিয়ে, মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে করেন।তকাল কলকাতায় আম আদমী পার্টি, পশ্চিমবঙ্গের কর্মীরা এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে শান্তি পূর্ণ প্রতিবাদে করে প্রতিবাদের রূপ বদলে দিল
চারিদিকে যখন কোথাও ইট পাটকেল ছুড়ে, রেল ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে তখন আম আদমী পার্টি, পশ্চিমবঙ্গের কর্মীদের প্রতিবাদে দেখা গেল এক অন্য সুর।
এই দিন কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির সন্নিকটে বেশ কয়েকজন কর্মী পার্টির টুপি পরে গলায় এনআরসি ও সিএএ বিরোধী প্ল্যাকার্ড ঝুলিয়ে, মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে করেন।