পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বেহালায় তৃনমূলের বিক্ষোভ মিছিল
পরিমল কর্মকার (কলকাতা) : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বেহালায় তৃনমূলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ১৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এই মিছিলের নেতৃত্ব দেন কাউন্সিলর সঞ্চিতা মিত্র।
এব্যাপারে সঞ্চিতা মিত্র বলেন, “কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্য বাড়িয়ে চলেছে তাতে আন্দোলনে নামা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।” তিনি আরও বলেন, “করোনা আবহে গত ২ বছর ধরে লকডাউনে এমনিতেই বহু মানুষ কাজ-কর্ম হারিয়েছেন। যারফলে অধিকাংশ সাধারণ মানুষের অন্ন সংস্থান করা এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার উপর পেট্রো পন্যের মূল্য বৃদ্ধিতে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে। কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত পেট্রোপন্য ও জীবনদায়ী ওষুধের দাম না কমাচ্ছে ততদিন আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে।”