রাহুল রায়,অয়ন বাংলা ,পূর্ব বর্ধমানঃ- পূর্ব বর্ধমানের দাঁইহাটের রাস উৎসব শতাব্দী প্রাচীন। এইটায় দাঁইহাটবাসীর কাছে প্রধান উৎসব।রাস উৎসবকে আরও জমজমাট করে তুলতে অতীতে একাধিক উদ্যোগ নিয়েছে দাঁইহাট পুরসভা। আগামী মঙ্গলবার রাস উৎসব হবে, সেই উপলক্ষে আজকে দাঁইহাট পৌরসভার উদ্যোগে পদযাত্রা আয়োজিত হয়। ব্যাণ্ড,ঝুমুরনাচ,রণপা,ঘোড়ানাচ,ঢাক সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একটি পদযাত্রা দাঁইহাট পৌরসভার থেকে শুরু করে দাঁইহাট শহর পরিক্রমা করে। পদযাত্রা শেষে দাঁইহাট শহরের পুরাতন বিডিও অফিসের মাঠের সামনে একটি লজে রাস উৎসবের শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল,কাটোয়ার এসডিপিও ত্রিদিব সরকার,দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শশিশির কুমার মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুব্রত মজুমদার,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ রঞ্জিত মন্ডল,কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জ্জী সহ পৌরসভার কাউন্সিলারা,রাস উৎসব কমিটির সভাপতি,সম্পাদক,সদস্যরা। রাস উৎসব উপলক্ষে দাঁইহাট পৌরসভার পক্ষ থেকে পূজা কমিটিগুলোকে ২০০০টাকা অনুদান দেওয়া হয়। গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পুলিশ তৎপর থাকে।