নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা :- পুলওয়ামার ঘটনার পর গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদের ঝড় বয়ে যায় শুরু হয় রাজনীতির খেলা ,সেই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার লেথাপোরা গ্রামের কাছে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হওয়া বিস্ফোরণে কেঁপে গিয়েছিল গোটা দেশ। অনেক পরিবার ছেলে পিতাকে কে হারিয়ে আজ অথৈই জলে ভাসছে। বেশিরভাগই এখন মেতে উঠেছে লোকসভা ভোটের উৎসবে। এই বাংলার দু জন শহীদ হয় । দুই শহিদ সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাস।আজ তাদের পরিবারের শুধুই কান্নার রোল।আজ সেই পরিবার সরকারি সাহায্য পাওয়া থেকে টাল বাহাণার শিকার । শহীদ পরিবারের একজন বললেন, “কোনও কিছুতেই যে আমাদের পরিবারের অভাবপূরণ করা সম্ভব নয়। তবু চেষ্টা করছি সরকারি ক্ষতিপূরণগুলো পাওয়ার। রাজ্য সরকারের টাকা পেয়ে গিয়েছি। কিন্তু কেন্দ্র সরকারের কোনও খবর নেই।”একই উত্তর পাওয়া গেল কৃষ্ণনগর থেকেও। কিন্তু কেন এখনও মেলেনি কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ? “যেহেতু লোকসভা ভোট। তাই হয়তো সব ধামাচাপা পড়ে গিয়েছে।” রাজনীতি করা হল ,দেশপ্রেমের প্রশ্ন তোলা হল আজ তারা কেন্দ্র সরকারের কাছে উপেক্ষিত অবহেলিত। কালের বির্বতনে আজ নিষ্ঠুর বাস্তব বড় অসহায়।