রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডা গ্ৰাম। রাজ্য সরকার থেকে এই রোণ্ডা গ্ৰামকে আদর্শ গ্ৰাম রূপায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গ্রাম মুলত গয়লা
প্রধান গ্ৰাম। সরকারি উদ্যগে রোণ্ডা গ্ৰামে দুগ্ধজাত কেন্দ্র তৈরি করা হয়েছে। রোণ্ডা গ্ৰামে সরাসরি বিভিন্ন প্রকল্পের কাজ করা হচ্ছে। রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে রোণ্ডা গ্ৰামে পনির হাব তৈরি করা হবে। ২৭লক্ষ টাকা ব্যয়ে পনির হাব তৈরি করা হবে। রোণ্ডা গ্ৰামের ৫০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পনির হাবে পনির তৈরি কাজ করবেন।শনিবার পনির হাব তৈরি জায়গা পরিদর্শন করতে আসেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার। গ্ৰামবাসীরা উপস্থিত ছিলেন।