মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’ এর ২৮৪তম মাসিক সাহিত্য পাঠের আসরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন

Spread the love

*’মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’ এর ২৮৪তম মাসিক সাহিত্য পাঠের আসরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন*
——————————————
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:-    অনুষ্ঠিত হয়ে গেল গতিশীল মাসিক স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ২৮৪তম মাসিক সাহিত্য পাঠের আসর। আকাদেমির নিজস্ব গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে আয়োজিত আসরে এদিন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তের কবি, লেখক, আবৃত্তিকার, সংগীতশিল্পীরা সংগীত,আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ, গল্পপাঠ, আলোচনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন। উদ্বোধনী রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নিতাই দাস। নজরুলগীতি গেয়ে শোনান ইফতিকা আহমেদ। রবীন্দ্র-নজরুল কবিতা আবৃত্তি করে শোনান মীর আনিসুজ্জামান, প্রত্যুষকুমার পাল, স্বপনকুমার দত্ত প্রমুখ। দুই কবির জীবন ও আদর্শ নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন কবি স্বপনকুমার দত্ত, কবি মীর আনিসুজ্জামান, গল্পকার বলরাম হালদার, কবি সুবীরকুমার ফুলমালি, কবি রবীন্দ্রপ্রকাশ সরকার, সমাপন প্রামানিক, অমিত চ্যাটার্জী, কুশলকুমার বাগচী প্রমুখ।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.