রঘুনাথগঞ্জের বিধায়ক মহম্মদ আখরুজ্জামান এবার করোনায় আক্রান্ত

Spread the love

নিউজ ডেস্ক:-আবার  করোনার থাবা তৃণমূলে।   মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের বিধায়ক মহম্মদ আখরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। কয়েকদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর শরীরে জ্বর সহ করোনার বেশকিছু উপসর্গ ফুটে ওঠে।

এরপর চিকিৎসকের পরামর্শে জঙ্গিপুর হাসপাতালে লালা পরীক্ষা করান তিনি। পাশাপাশি ডেঙ্গু, টাইফয়েড ও ম্যালেরিয়াও পরীক্ষা করান।এদিনই তাঁর লালা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়কের সঙ্গে কথা বলে তাঁকে কলকাতায় আনার ব্যাবস্থা করেন।

বিধায়কের স্ত্রী-সন্তানদেরও লালার নমুনাও পরীক্ষা করা হচ্ছে।এদিকে এদিন বিধায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়া মাত্রই তাঁর অনুগামীরা সুস্থতা কামনা করে বাড়ির সামনে ভিড় জমান। বিধায়ক ছাদের ওপর থেকে অনুগামীদের বলেন, আমি ভাল আছি। আপনারা সবাই সাবধানে থাকবেন।

আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব।এদিন তিনি ফোনে বলেন, আমার বিধানসভা এলাকার ১২টি অঞ্চল।বেশ বড় এলাকা, বেশীর ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করেন। করোনার কারণে সবাই খুব কষ্টে ছিলেন। তাঁদের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। সেই কারণে হয়ত রোগটা কারোর থেকে আমার মধ্যে এসেছ ।

তিনি আরও বলেন, সবার কাছে একটাই অনুরোধ, আমি নিজে সংক্রামিত সেটা কোন বিষয় নয়। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন-এটাই সবাইকে বলতে চাই।স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই তাঁর বাড়ি এবং দলীয় কার্যালয় স্যানিটাইজ করার কাজ শুরু করা হয়েছে।

এখন কলকাতায় চিকিৎসাধীন আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.