ওয়েব ডেস্ক :- দিল্লির সীমান্তে রাস্তার উপর কাটাঁ তারের বেড়া , মোদী সরকার কৃষকদের সঙ্গে যেন বহিরাগত শত্রুর মত ব্যাবহার করছে। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভস্থলে তারকাঁটা। ব্যারিকেড। হাজার হাজার পুলিশ কর্মী। সঙ্গে র্যাফ আর সিআরপিএফ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না বিক্ষোভস্থলে। বলতে গেলে রাজধানীর সীমান্তে প্রায় একঘরে করে রাখা হয়েছে কৃষকদের, দিল্লি সীমান্ত যেন দেশের কোন যুদ্ধকালীন সীমান্ত । এবার এই নিয়েই মুখ খুললেন রাহুল গান্ধী।
টুইটারে চারটি ছবি পোস্ট করলেন। তাতে দেখা যাচ্ছে, কীভাবে তারকাঁটা, পেরেক, ছড়িয়ে রয়েছে বিক্ষোভস্থলে। কীভাবে গাজিপুর–মেরঠ জাতীয় সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। যার জেরে উত্তরপ্রদেশ থেকে কৃষকরা আর ঢুকতে পারছেন না দিল্লি সীমান্তে বিক্ষোভস্থলে। এই ছবি দিয়ে রাহুল লিখলেন, ‘সেতু তৈরি করুন, দেওয়াল নয়’।