আবার “আচ্ছে দিন” বাড়তে চলেছে রেলের ভাড়া

Spread the love

নয়াদিল্লি: ঘনঘন যারা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য ভারতীয় রেল নিয়ে এল দুঃখের খবর। আগামী ফেব্রুয়ারী মাস থেকে বাড়তে চলছে ট্রেন ভাড়া। এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যমেরতরফ থেকে। আর এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দফতর সবুজ সংকেত দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও ট্রেনের এই ভাড়া বাড়ানোর অন্যতম কারণ ভারতীয় রেলের স্বাস্থ্যের উন্নতি ঘটানো।

জানা গিয়েছে ভারতীয় রেলের ৮-১০ শতাংশ ভাড়া বাড়ানো হবে। আর রেলের পরিষেবা উন্নতি ঘটানোর জন্যই হবে বলে জানা গিয়েছে। তবে ফ্রেট চার্জ বাড়ানো হবে না বলেই জানা গিয়েছে।যাত্রীদের ভাড়া বাড়িয়ে ক্রস সাবসিডি কমাতে চাইছে। তবে বিশেষ কিছু রুটের ক্ষেত্রে এই ভাড়া বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

মূলত দিল্লি- মুম্বই, দিল্লি-চেন্নাই, মুম্বই-গোয়া, মুম্বই-আমদাবাদ রুটের ভাড়া ৮-১০ শতাংশ বাড়ানো হবে। এছাড়াও আজমের-জয়পুর, কানপুর- লখনউ, চণ্ডীগড়-লুধিয়ানা রুটের ভাড়াও বাড়ছে।
ভারতীয় রেলের অপারেটিং রেশিও ক্রমান্বয়ে কমছে। বিগত ৭ মাসে(এপ্রিল- অক্টোবর) যা এসে দাঁড়িয়েছে ১০৮ শতাংশে। এই অপারেটিং রেশিও বলতে বোঝায় ১ টাকা উপার্জন করতে কত টাকা খরচ করছে রেল।

সৌজন্য:- Kolkata 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.