অয়ন বাংলা, নিউজ ডেস্কঃ-গ্যাসের দাম বৃদ্ধির পর এবার ভাড়া বাড়ল রেলের। নোদিজী গদিতে বসেই শুরু জনগণের পকেট কাটা ।নির্বাচন শেষ হয়ে ফলাফল ও বেড়িয়ে গেছে তারপরই রেলের ভাড়া বাড়ালো রেলমন্ত্রক। এসি ইএমএউ ট্রেনে দেওয়া বিশেষ ছাড় তুলে নিল রেলমন্ত্রক। এর ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়ল রেলের ভাড়া। এভাবে রেলের টিকিটের দাম বৃদ্ধি হওয়াতে অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জাতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, সূচনাস্বরূপ রেলমন্ত্রক এয়ারকন্ডিশন ইএমএউ ট্রেনে যে ছাড় দেওয়া হচ্ছিল তা তুলে নেওয়া হয়েছে। যার ফলে এবার থেকে বিরার থেকে চার্জগেট পর্যন্ত যে সব এসি লোকাল ট্রেন চালু হয়েছিল তাদের ভাড়া বাড়ছে। আজ শনিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। এমনটাই পশ্চিম রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে যে প্রথম শ্রেণির বেসিক ভাড়া ছিল তা বাড়িয়ে ১.৩ গুণ করা হচ্ছে। যা আগে ছিল বেসিক ভাড়ার ১.২ গুণ। উদাহারণস্বরূপ যদিও ১২০ টাকা ভাড়া হত তা এখন বেড়ে হচ্ছে ১৩০ টাকা। এক ধাক্কায় হিসাব অনুযায়ী প্রায় ১০ টাকা বাড়বাড়ছে।
শুধু ট্রেনের ভাড়াই নয়, গ্যাসের দামও বাড়ল কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে আঁচ পড়বে বলেই মনে করা হচ্ছে। সত্যিই জিনিষ পত্রের যে দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল ,ক্রমশ তা বাস্তবে হচ্ছে।