বাটানগরে বাংলা রিপোর্টার্স গিল্ড ও জনকল্যাণমুখী সংগঠনের পতাকা উত্তোলন
পরিমল কর্মকার (কলকাতা) : বাংলা রিপোর্টার্স গিল্ড ও হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলা রিপোর্টার্স গিল্ড-এর পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন পার্থসারথী দাস। মহেশতলা হ্যান্ডিক্যাপ সোসাইটির সম্পাদক অমর ঘোষ ও পার্থসারথী দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়। অনুষ্ঠানের শেষে সবাইকে লাড্ডু বিতরণ করা হয়।