পাকিস্তানের হয়ে নথিপাচার করতে গিয়ে বি এস এফ জওয়ান রাজেন্দ্র প্রসাদ গ্রেফতার

Spread the love

ওয়েব ডেস্ক:- দেশ যখন রাফায়েলের মত বিমান কিনে দেশের সামরিক শক্তিকে শক্তি শালী করছে সেইসময় রাজেন্দ্র প্রসাদ  এর মতো বৈইমান বি এস এফ জওয়ানা দেশকে ক্রমশ   ছোট   করে চলেছে ।পাকিস্তানের চোরা কারবারিদের সাহায্য করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল। তদন্তের পর সেই কনস্টেবলকে চাকরি থেকে বহিষ্কার করল বিএসএফ (BSF)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজেন্দ্র প্রসাদ নামে ওই ব্যক্তিকে বরখাস্ত করার কথা ঘোষণা করা হল সীমান্তরক্ষী বাহিনীর তরফে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের চোরা কারবারিদের হয়ে ভারতে মাদক ও অস্ত্র পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছিল কনস্টেবল রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prashad)। পাঞ্জাবের তরণ তারণ জেলার পাকিস্তান সীমান্তে ধৃত ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ জুলাই তরণ তারণ জেলার পাকিস্তানের সীমান্তের কাছে থাকা বিএসএফ পোস্টের কাছে অভিযান চালায় জলন্ধর গ্রামীণ পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে দুই চোরা কারবারি-সহ রাজেন্দ্র প্রসাদ নামে ওই বিএসএফ কনস্টেবলকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে জানা যায়, তরণ তারণ জেলার নারলি গ্রামের বাসিন্দা ও কুখ্যাত চোরা কারবারি সৎনাম সিংয়ের সঙ্গে কাজ করত তারা। পাকিস্তান থেকে আসা হেরোইন ও অস্ত্র সীমান্ত পার করিয়ে ভারতে থাকা পাচারকারীদের হাতে পৌঁছে দিত।

সৌজন্য :- সংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.