রক্তে ভেজা মাটি
আনিসুর রহমান
(2.3.2020.রাত 11:15)
ঐ দূর আকাশে
লাল নীল রঙেতে ,নেই
বিভেদের বেড়াজাল ,
নেই সীমা রেখা ,নেই জাত
পাতের বেড়াজাল।সূর্যের
রশ্মি ,জোছনা চাঁদের মায়াবি
আলো সব একাকার।
বিভেদ জাত পাত এদের ভাগ
করে না।সব যেন একদেহে লীন।
নিউটনের মাধ্যকর্ষণে মাটির
টানে জাত পাত ,বিভেদের
বেড়াজাল ,লেলিহান
আগুনের শিখা ,উত্তপ্ত ধরিত্রী
শধুই মেরুকরন,তাজা খুনের রক্তে ভেজা মাটি ।