করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পবিত্র এই মাস সাহায্য করবে বলেও আশাপ্রকাশ করেন।
নিইজ ডেস্ক:- গোটা বিশ্বে আজ এক অদৃশ্যশক্তির বিরুদ্ধে লড়ছে কিন্তু ,অসহায় গোটা বিশ্বের ক্ষমতধর রা । করোনা (Corona) আতঙ্কের জেরে হাহাকার করছে বিশ্ব। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। সংক্রমণ রুখতে অন্য অনেক দেশের মতো লকডাউন চলছে ভারতেও। ফলে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ভারতে আজ শনিবার থেকে শুরু হল রমজান । মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকারি নিয়ম মেনে বাড়ি থেকে তা পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই উপলক্ষে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি টুইট করেন, ‘রমজান মুবারক। আমি সবাইকার নিরাপত্তা, সুস্থতা ও মঙ্গলের জন্য প্রার্থনা করছি। পবিত্র এই মাস আমাদের আরও উদার, বন্ধুত্বপূর্ণ ও দয়াবান তৈরি করুক। আশা করি আমরা কোভিড-১৯ (COVID-19) -এর বিরুদ্ধে চলা এই যুদ্ধে জয়লাভ করে একটি স্বাস্থ্যকর গ্রহ তৈরি করব।’
ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান হল উপবাস ও প্রার্থনার পবিত্র মাস। চাঁদের অবস্থান অনুযায়ী প্রতিবছর এই মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। এই পবিত্র মাস রহমতের মাস মাগফেরাতের মাস । এই মাসে গোটা বিশ্ব যেন করোনা মুক্ত হয় । এই আশায় বিশ্ববাসী।