জয়নাল আবেদিন,অয়ন বাাংলা,কলকাতা;-রমজান মাসের মধ্যে ভোট পড়ায় অখুশি তৃণমূল।
এতে মানুষের কষ্ট হবে বলে ফিরহাদ হাকিমের অভিমত।
তৃণমূল মুসলিমদের উসকাচ্ছে বলে অভিযোগ বিজেপির।
:দীর্ঘ প্রতিক্ষার পরে রবিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। এদিকে সপ্তম তথা শেষ দফার ভোট ১৯ মে। এদিকে, ৫ মে থেকে রমজান মাস শুরু হওয়ার কথা। রামজান মাসের মধ্যে ভোট পড়ায় অখুশি তৃণমূল। এতে মানুষের কষ্ট হবে বলে তাদের আশঙ্কা। যদিও শাসকদলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি।
রমজানে ভোট প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট করাতে চাইছে। এটা তাদের ব্যপার। আগেও এ রাজ্যে একাধিক দফায় নির্বাচন হয়েছে। আমরা প্রস্তুত আছি। তবে গরমে এবং রমজান মাসে সাত দফায় নির্বাচন। মানুষের কষ্ট তো হবেই।’
রমজান মাসে ভোটের কথা বলে তৃণমূল মুসলিমদের উসকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এর আগে কি রমজানে ভোট হয়নি? প্রশ্ন রাহুলের।
এদিকে, রমজান মাসের মধ্যে নির্বাচনের যে দিনগুলি পড়েছে সেগুলি পুনরায় বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে কমিশনকে বিষয়টি খতিয় দেখার আবেদন করেন তিনি।