মনিকা ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল ছোটনাগপুর:
ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- পশ্চিমবঙ্গ ঘুমন্ত । বাজারি মিডিয়া ঘুমন্ত । দিল্লির অভিজাত এলাকার নির্ভয়া নন মনিকা । নন , কলকাতার অভিজাত পরিবারের মাতাল সন্তান । মনিকা নন পার্ক স্ট্রিটের গ্ল্যামার । মনিকা সামান্যই একজন হতদরিদ্র পরিবারের মাধ্যমিকে 95%পাওয়া গ্রাম্য কিশোরী । তাই হেলদোল নেই কারোরই । জঙ্গলমহলের মেয়েকে নিয়ে ভাবার সময় নেই রাজনৈতিক নেতাদেরও । এই ত সেদিনও দেশের তাবড় তাবড় নেতা এসেছিলেন পুরুলিয়ায় ! কিন্তু এক সপ্তাহের মধ্যেই বেমালুম ভুলে গেলেন সেইসব মহান নেতারা ! ভোটটাই ছিল আসল । আমাদের জীবন , জীবিকা , অধিকার , ঐতিহ্য নিয়ে একটাও কথা শোনা যায়নি । তবুও আতিথেয়তার চাদরে বরন করে সাদর সম্মান জানিয়েছে পুরুলিয়া । হ্যাঁ সব্বাইকে । এটাই পুরুলিয়া । কিন্তু এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা আশা করেনি কেউ !
কিন্তু জঙ্গলমহল জানে বিপদে পাশে কেউ থাকবে না । তাই বরাবরের মতো রুখে দাঁড়াল এবারও । মণিকার খুন ও ধর্ষণে গর্জে উঠল উত্তাল জঙ্গলমহল । চাই না তোমাদের সমর্থন , চাই না তোমাদের সহযোগিতা । বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে dyfi আর sfi , jmm , dso পাশে দাঁড়িয়েছে মানভূম সংস্কৃতি সংগঠন , পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি , রাস্ট্রীয় মুসলিম মোর্চা , বিভিন্ন সাঁওতাল সংগঠন ,বিভিন্ন মুন্ডা সংগঠন , সহিস সংগঠন , বাউরী সমাজ ইত্যাদি ইত্যাদি । কিন্তু এগুলো সবই আদি-স্রোতের সংগঠন , মূলস্রোতের রাজনৈতিক সংগঠন ও বুদ্ধিজীবীরা অদ্ভুতভাবে নীরব । তাঁরা হয়ত কোন এক অভিজাত এলাকার অভিজাত তরুণীর ধর্ষণের অপেক্ষায় দিন গুনছেন ।
পাশে দাঁড়িয়েছেন উড়িষ্যার মানুষ , ঝাড়খন্ডএর মানুষ । ঝাড়খন্ড ও উড়িষ্যার বিভিন্ন যায়গায় মণিকার ন্যায় বিচারের দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমেছেন । সেখান থেকে ছুটে এসেছেন মণিকার হতভাগ্য পিতামাতার পাশে । তবুও ঘুম ভাঙ্গেনি বাংলার । বাংলার বিশেষকরে কলকাতা সংলগ্ন এলাকার মানুষ এখনও জঙ্গলমহলকে বিছিন্ন নজরেই দেখেন । এই বিচ্ছিন্নতা কাটবে কবে কে জানে । তবে জঙ্গলমহল কারো অপেক্ষায় বসে থাকে না । লড়াই নিজের মতো করেই করে ।
মণিকার ধর্ষণকারী ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । খুনিদের আড়াল করতে মিথ্যা গল্প ফাঁদা চলবে না । জঙ্গলমহলের কোন মেয়ের জীবনে যেন আর এমন বীভৎস ঘটনা না ঘটে সেই জন্য দোষীদের চরম শাস্তি দিতেই হবে । উপযুক্ত শাস্তি ছাড়া লাগাতার আন্দোলন চলছে ও চলবে । খুনিদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে জঙ্গলমহলের কোন মেয়ের দিকে কোন নরাধম যেন বিষ নজরে তাকাতেও ভয় পায় ।
(Collected from Ranjit Banoyar)