*রেশন* *দোকান* *থেকে* *বিনামূল্যে* *খাদ্যদ্রব্য* *সবার* *জন্য* *নয়* , *ক্যাটাগরির* *ভিত্তিতে* । *উপেক্ষিত মধ্যবিত্তরা*
পরিমল কর্মকার,অয়ন বাংলা কলকাতা :- করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত মানুষ ঘরবন্দী। দীর্ঘদিন ধরে টানা বন্ধের জন্য অধিকাংশ মানুষের জীবন জীবিকা বিপন্ন। এই পরিস্থিতিতে রেশন দোকান থেকে বিনামূল্যে চাল, ডাল গম ইত্যাদি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সবার জন্য বিনামূল্যে নয়। ক্যাটাগরির ভিত্তিতে খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে বিনামূল্যে। নিম্নবিত্তরা সরকারি সহায়তা পেলেও মধ্যবিত্তরাই রইলেন উপেক্ষিত।
প্রসঙ্গত: রেশন দোকান থেকে চাল, ডাল, গম ইত্যাদি বিনামূল্যে দেওয়া হচ্ছে, সরকারি এই ঘোষণায় অধিকাংশ মানুষই ভেবে নিয়েছিলেন যে, রেশন দোকান থেকে সকলেই বোধহয় বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। গত ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই রেশন গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ নিয়ে কোনও না কোনও রেশন দোকানে প্রায়ই চলছে বাক বিতন্ডা।
উল্লেখ্য, সরকারি নির্দেশে বলা হয়েছে, RSK 1, PHH, SPHH এবং AAY এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রেশন কার্ডের গ্রাহকেরাই বিনামূল্যে চাল, ডাল, গম ইত্যাদি পাবেন।
কিন্তু এই সময়ে চরম ভাবে উপেক্ষিত হচ্ছে তথাকথিত মধ্যবিত্তরা । নিজের কষ্টকে চেপে রেখে কোন রকমে দিনানুপাত করে চলেছে মধ্যবিত্ত পরিবার গুলি । এই সময়ে এদেরকে উপেক্ষিত হয়ে থাকতে হচ্ছে।
সরকারি এই সিদ্ধান্তে অনেকেই বলছেন, উচ্চবিত্তদের অনেক টাকা আছে, তারা তাদের সঞ্চিত অর্থ দিয়ে বিপদের এই দিনগুলি সামলে নেবেন। আর নিম্নবিত্তরাও সরকারি এবং বেসরকারি সাহায্য নিয়ে দিন চালাতে পারবেন। সমস্যায় রয়েছেন মধ্যবিত্তরাই। অথচ তাদের পাশে নেই কেউই।