ওয়েবডেস্ক:চরম নাটক চলছে মহারাষ্ট্র্রে,এ যেন টান টান উত্তেজনার টি টোয়েন্টি ম্যাচ । গোপন ব্যালটে নয় প্রকাশ্য ভাবেই হবে আস্থা ভোট। আদালতের তরফে বুধবার বিকেল ৫ টার মধ্যে ‘ফ্লোর টেস্ট’-এর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের এই নির্দেশ আসার কয়েক ঘন্টার মধ্যেই সদ্য শপথ নেওয়া মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। শেষ লগ্নে অজিত পাওয়ারের এহেন ইস্তফায় বেশ খানিকটা চাপে বিজেপি শিবির।
শনিবার গোটা দেশকে চমকে দিয়ে বিজেপির সঙ্গে ভিড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। দল বিরোধি এই সিদ্ধান্তের জেরে নিজের ঘরেই চাপে পড়ে গিয়েছিলেন অজিত পাওয়ার। এনসিপির সমর্থন বিজেপিতে রয়েছে এমনই দাবি তুলে পাওয়ার বিজেপিতে ভিড়লেও শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনওভাবেই বিজেপিকে সমর্থন করবেন না তিনি। এর মাঝে আদালতের নির্দেশ অনুযায়ী, কোন দিকে সমর্থন বেশি তা জানতে আগামী বুধবার ফ্লোর টেস্ট। তার ঠিক আগেই যেভাবে সকলকে চমকে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত। সেভাবেই এদিন দেবেন্দ্র ফড়ণবীশের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে গেরুয়া শিবির থেকে সরে এলেন তিনি।
জানা গিয়েছে, আদালতের রায় আসার পরই ফ্লোর টেস্টের প্রস্তুতি নিতে দলীয় বিধায়কদের নিয়ে নিয়ে বৈঠকে বসেছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। সেখানেই ঘণ্টাখানেকের বৈঠক শেষে দেবেন্দ্র ফড়ণবীশের হাতে ইস্তফাপত্র তুলে দেন অজিত পাওয়ার। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের তরফে জানানো হয়েছে এদিন বিকেল সাড়ে ৩ টে নাগাদ সাংবাদিক বৈঠকে বসবেন তিনি।