অয়ন, বাংলা,নিউজ ডেস্ক:-ভারতের অর্থনীতি ক্রমশ মন্দার দিকে এর পর আবার কেন্দ্রীয় সরকার বিল আনতে চলেছে ব্যাঙ্কের বিষয়ে ,যে বিলে গ্রাহকদের টাকার নিশ্চয়তা শিথিল করা হবে। অর্থনৈতিক মন্দা নিয়ে দেশজুড়ে যখন চর্চা তুঙ্গে ঠিক সেসময়েই দেশে অর্থনৈতিক মন্দা আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করলেন খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, ২০১৯ সালের জুন মাসের পরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের এমন লক্ষণ পাওয়া যাচ্ছে যাতে ভারতীয় অর্থনীতি আরও ধীর হয়ে যাচ্ছে। তিনি ৭ই আগস্ট মুদ্রানীতি নীতি কমিটির বৈঠকে একথা বললেও সভার যাবতীয় কার্যক্রমের রিপোর্ট বুধবার প্রকাশ করা হয়।
গভর্নর বলেছিলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশে গার্হস্থ্য বৃদ্ধির হার হ্রাস এবং অনিশ্চয়তার কারণে দেশীয় চাহিদা বৃদ্ধি ও বিনিয়োগকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, গত তিনবারের জন্য আরবিআইয়ের রেপো হারে কাটার প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হবে।
তিনি আরো বলেন, মে মাসে শিল্প কার্যক্রম ক্রমাগত বন্ধ হয়ে গেছে। বিশেষত উৎপাদন ও খনির ক্ষেত্রে এটি স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। আরবিআইয়ের গভর্নর দাবি করেছেন, অর্থনৈতিক সঙ্কট এড়াতে বৃহৎ আকারে সংস্কার করা দরকার।