মুর্শিদাবাদের সেরপুরে বেঙ্গল পাবলিক স্কুলে অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষকদের সর্ম্বধনা প্রদান অনুষ্ঠান

Spread the love

মুর্শিদাবাদের সেরপুরে বেঙ্গল পাবলিক স্কুলে  অবসরপ্রাপ্ত  কৃতী শিক্ষকদের সর্ম্বধনা প্রদান অনুষ্ঠান

 

নিজস্ব সংবাদদাতা কান্দী :-   মুর্শিদাবাদের খড়গ্রামের অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষকদের সর্ম্বধনা প্রদান অনুষ্ঠান অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুর রহমানের একক উদ্যেগে ও বেঙ্গল পাবলিক স্কুলের সহযোগিতায় সেরপুর বেঙ্গল পাবলিক স্কুলে অনুষ্ঠিত.হল ।
শিক্ষকদের অবসরের পর বেশীর ভাগ শিক্ষক একাকী হয়ে যায় ,সমাজে অনেকটাই গুরত্বহীন,এই ভাবনাকে সামনে রেখে খড়গ্রামের মাড়গ্রাম হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদুর রহমান সাহেব গত বছর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সর্ম্বধনা অনুষ্ঠান করে আসছেন । এবছর 2023 সালের 5 ই সেপ্টেমবর ২১জন অবসরপ্রাপ্ত শিক্ষক কে খড়গ্রামের শেরপুরে বেঙ্গল পাবলিক স্কুলের সহযোগিতায় ,বেঙ্গল পাবলিক স্কুলে সর্ম্বধনা দেওয়া হল ।

এই সভার সভাপতির আসন অলংকৃত করেন এই সভার মূল আকর্ষক জাহিদুর রহমান সাহেব ও প্রধান অতিথি হিষাবে উপস্থিত ছিলেন সৈয়দ নূরে খোদা সাহেব ও গৌরবময় উপস্থিতি ছিল ড.সুযেন্দু দে,মিহির মন্ডল ,অনিল প্রমানিক ,ওয়াজেদ আলী ও নাসিরুদ্দিন সাহেব ও হাজেরা বেগম।

এই মহতী অনুষ্ঠান কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে ও বেঙ্গল পাবলিক স্কুলের সহ সভাপতি মীর আসরাফ আলী এই অনুষ্ঠান যাহাতে প্রতি বছর এখানে করা হয় সেই প্রস্তাব তিনি দেন এবং জাহিদুর রহমান সাহেব এই প্রস্তাব গ্রহণ করেন ।

এছাড়াও বেঙ্গল পাবলিক স্কুলের কর্ণধার মীর মুস্তাক সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

আজকে শেরপুরে বেঙ্গল পাবলিক স্কুলের এই প্রোগাম উপস্থিত সকলের মনে দাগ কেটেছে এবং প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে।

সবশেষে মূল আয়োজক ও সভার সভাপতি জাহিদুর রহমান বেঙ্গল পাবলিক স্কুলের শিক্ষক ও সহ সভাপতি মীর আসরাফ আলী সহ উপস্থিত সকলকে ধন্যাবাদ জানিয়ে এই সভার কাজ শেষ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.