দিলদার আলী.দঃ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে আমিনপুর বটতলা এলাকায় নিকশী ড্রেন ব্যাবস্থা না থাকায় প্রায় দেড় ঘন্টা কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়ক পথ অবরোধ করেন কৃষক ও ব্যাবসায়ীরা এদিন কুশমন্ডি থানা পুলিশ প্রশাসন ও কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী কৃষক ও ব্যাবসায়ী দের সঙ্গে কথা বলে পরিস্তিতি সামাল দেন । তারপর স্বাভাবিক হয়ে যাহনবাহন । এই প্রসঙ্গে এক অবরোধ কারি জাইদ হোসেন জানান আমাদের জল নিকশী ব্যাবস্থা কাজ শুরু না করলে সারাদিন পথ অবরোধ চলবে এদিন চিহ্নিত করে ছোট ছোট দোকান ভেঙ্গে জল নীকাশি ব্যাবস্থা করা হচ্ছে এই রকম অভিযোগ উঠচ্ছে পাশাপাশি কৃষকের ফসলের জমি নষ্ট হচ্ছ তাই আজ এই পথ অবরোধ বলে জানান ।
এই প্রসঙ্গে এলাকাবাসী জাকির হোসেন বলেন আট টা গ্ৰামের কৃষক একত্রিত হয় জমির ফসল নষ্ট হচ্ছে জল নিকশী কাজ অর্ধেকটা করছে বাকি অংশ না করায় কৃষকদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তই আজ বিক্ষোভ। এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী জানান দীর্ঘদিনের সমস্যা পি ডব্লিউ ডি সরকারি জমি উপর ছোটো দোকান করেছে যার ফলেবর্ষার সময় জল জমে য়ায় পূর্ব ও পশ্চিম দুই দিগে ধানি জমি কৃষক দের ফসল নষ্ট হচ্ছে তাই গ্ৰামবাসী রা বিক্ষোভ করেছেন জল নিকশী ড্রেন কাজ শুরু করবো এই বিষয়ে গ্ৰামপঞ্চায়েত প্রধান দের সঙ্গে কথা বলব বলে জানান কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও সহোম চৌধুরী।।।।।।।।।।।।